জীবননগরে ভ্রাম্যমান আদালতের অভিযান : অর্থদণ্ড

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন আড়তে এই অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন :
করোনা : প্রথম পর্যায়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজা মওকুফ ৩৩ কয়েদির
দলবেঁধে গৃহবধূকে ধর্ষণের ঘটনার বর্ণনা দিল জহিরুল
ফটোসাংবাদিক কাজলের অনুপ্রবেশ মামলায় জামিন, ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণের নির্দেশ

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জীবননগর আড়ত এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যাবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা ও ১৫০০০ (পনের হাজার) টাকা করে মোট ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আড়তদার সমিতির সভাপতি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি পরবর্তীতে কেউ অতিরিক্ত দামে আদা বিক্রি করবে না মর্মে পতিজ্ঞা করেন এবং বাজারে নিয়মিত মনিটরিং করবেন বলে জানিয়েছেন।

অভিযানকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো :সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

মে ০৩, ২০২০ at ২০:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি