রায়পুরে তিনশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরে রায়পুরে ৭নং বামনী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে করোনাভাইরাসে হোম কোয়ারেন্টাইনে আবদ্ধ থাকা অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল থেকে শনিবার ১১ এপ্রিল পর্যন্ত) ইউনিয়নের বিভিন্ন জায়গায় অসহায় ও কর্মহীন হত দরিদ্র ৩’শত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকরাম হোসেন মিঝি দলীয় কর্মীদের নিয়ে খাদ্যসামগ্রীগুলো পৌছে দেয়।

এসময় সচেতনতামুলক লিফলেট, সাবান, চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মসলা সহ নিত্য পণ্যসামগ্রী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হচ্ছে করোনা রোগীদের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল

বামনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আকরাম হোসেন মিঝি বলেন, করোনার এই সময়ে আমাদের সকলকে কর্মহীন ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে। নিয়ম-নীতি মেনে চলাফেরা করতে হবে।

সরকার এবং প্রশাসনকে সাহায্য করতে হবে। বামনী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ মানুষের সেবা আগেও করেছে, বর্তমানেও করছে। ভবিষ্যতে এ দ্বারা অব্যহত রাখবে।

দেশদর্পণ/একে/এসজে