স্বর্ণপদকের নায়ক মনিরুল

মনিরুল ইসলাম। ডাক নাম মনিরুল। ক্যাম্পাসের সবাই মনিরুল বলে ডাকে।যবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।২০২০ সালে বঙ্গবন্ধু অ্যাথলেটিক্সে দুইটি স্বর্ণ ও ১ টি ব্রোঞ্জ পদক পেয়েছে সে। বিশ্ববিদ্যালয় জীবনে তার সাফল্যর কথা জানাচ্ছেন ফাহাদ ফারদীন।

মনিরুল ইসলাম ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যবিপ্রবিতে ভর্তি হয়।বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর এ পর্যন্ত নিজে ও দলগতভাবে ১১ টি স্বর্ণ পদক লাভ করে দেশ- বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে এনেছেন।মনিরুল ২০১৬ সালে ৮০০ মিটার ও ১৫০০ মিটারে স্বর্ণ পদক লাভ করে এবং ৪০০ মিটার রিলেতে স্বর্ণ পদক লাভ করে। ২০১৭ ও ২০১৮ সালেও একই খেলায় স্বর্ণ পদক লাভ করে।
আরও পড়ুন: চসিক নির্বাচনে জাপার প্রার্থী সোলায়মান আলম

২০২০ সালে ১৫০০ মিটার ও ৪০০ মিটারে স্বর্ণপদক লাভ করে এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করে।

মনিরুল ইসলাম ২০১১-১২ সালে কুষ্টিয়া জেলার সেরা খেলোয়াড় ও ২০১২ সালে খুলনা বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।মনিরুল বলেন স্কুল জীবন থেকে সে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করত।নিজেকে এমন উচ্চ স্থানে নিয়ে যাবে তা কখনো ভাবে নি।তার সাফল্য যবিপ্রবি পরিবার গর্বিত।

দেশদর্পণ/এফএফ/এসজে