চসিক নির্বাচনে জাপার প্রার্থী সোলায়মান আলম

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (চসিক) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। প্রার্থী যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সোলায়মান আলম শেঠকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নির্বাচিত করে মনোনয়ন দেয়া হয়।

দলের চেয়ারম্যান জিএম কাদের এসময় চট্টগ্রামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবার একত্রিত প্রচেষ্টাই আমাদের বিজয় নিশ্চিত করবে।
আরও পড়ুন: এ বছরেই জিপিএ-৪ কার্যকর

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

সোলায়মান আলম শেঠ বলেন, ‘চট্টগ্রামের সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে, যদি কেন্দ্র দখল না করা হয়, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে। সুষ্ঠু নির্বাচন হলে চট্টগ্রামে জাতীয় পার্টি বিজয়ী হবে।’

দেশদর্পণ/এমএম/এসজে