রাবি সায়েন্স ক্লাবের অমর একুশে গ্রন্থকুটিরের উদ্বোধন

রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব ২য় বারের মত ‘অমর একুশে গ্রন্থকুটির’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বইমেলার উদ্বোধন করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা রসায়ন বিভাগের প্রফেসর ড.তারিকুল হাসান ও উপদেষ্টা মার্কেটিং বিভাগের প্রফেসর ড.শাহ আজম শান্তনু।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মো: আশরাফুল আলম, সাবেক সহ-সভাপতি সানজিদা আফরিন সেতু সহ বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন: যে স্কুলে নেই অবকাঠামো, আছে পদ দখলের লড়াই

চলতি বইমেলায় থাকছে অমর একুশে গ্রন্থমেলার নির্বাচিত বইসমূহ এবং বাংলা সাহিত্যের রচনাসমূহ । এছাড়াও সংগ্রহে আছে শিশুতোষ বিজ্ঞান, বিজ্ঞানের বিভিন্ন রচনা সহ হাতেখড়ি মূলক বিজ্ঞানের ব্যবহারিক সরঞ্জামাদি।
১৮ই ফেব্রæয়ারি শহীদ জোহা দিবস থেকে ২১ শে ফেব্রæয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত বইমেলাটি চলবে।

দেশদর্পণ/এসআরএস/এসজে