রায়পুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

লক্ষীপুরের রায়পুরে ঝাউডগী মদিনা বাজারে অগ্নিকান্ডে ৭ দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার( ১৫ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৩ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- মের্সাস আনোয়ার টের্ডাস, মের্সাস ফারুক টের্ডাস, নিউতি শিল্পালয় ,মের্সাস কামরুল ষ্টোর, সাইফউদ্দিন ষ্টোর, নজরুল ফার্মেসি, সাইমা ডিজিটাল ষ্টুডিও।
আরও পড়ুন: এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু

রায়পুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আবুল হাসেম জানিয়েছেন তৈল থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।

পাশ্ববর্তী জনসাধারণ আমাদেরকে জানান, বাজারে ফারুকের দোকান ডিজেলর ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুদী হার্ডওয়্যারে দোকানসহ একে একে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে।

এ আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণ করছেন বাজার কমিটির। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। আগুনে পুড়ে যাওয়া মের্সাস আনোয়ার টের্ডাস ব্যবস্থাপক বলে আমার এখানে মাছের খাদ্য গ্যাসের চুলা ডিসের মেশিন সহ অনেক মালামাল পুড়ে গেছে। তাঁর দাবি, আগুনে তাঁদের দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ।

দেশদর্পণ/একে/এসজে