এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু

হাইতিতে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। মার্কিন একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠানটি পরিচালনা করতো বলে জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার রাজধানী পোর্ট অ প্রিন্সের কেন্সকফ এলাকা এ ঘটনা ঘটে।

হাইতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জেনিফার মেলটন জানান, পোর্ট য়ু প্রিন্সে অরফানেজ অব দ্য চার্চ অব বাইবেল আন্ডারস্ট্যান্ডিং এ হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করে প্রস্তাব পাস

এ ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইস। এ ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে এবং আগুনের লাগার কারণ খুঁজে বের করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

দেশদর্পণ/এসজে