চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গায় জেএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার নিখিল রনজন চক্রবর্তী, ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্হাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।আরোও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ,কেডিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খায়রুল বাসার শিপলু,উথলী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ,এবং সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।

আরও পড়ুন:
‘যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের সনদ জাল’ দেড় মাসেও তদন্ত প্রতিবেদন জমা হয়নি
যবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষক শিমুলকে লাঞ্ছিতের অভিযোগ

চুয়াডাঙ্গা পুলিশের আয়োজনে জেলার ৪ উপজেলার ৫৭৪ জন জেএসসি ও জেডিসি পরীক্ষার জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আনন্দে আত্মহারা হয়ে এখানে থেমে গেলে চলবে না। শুধু রেজাল্টে নয়, নান্দনিকতায় তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা।