যবিপ্রবি’র রসায়ন বিভাগের শিক্ষক শিমুলকে লাঞ্ছিতের অভিযোগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী প্রফেসর শিমুল সাহাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ওই বিভাগের তৃতীয় বর্ষের ‘ত’ আদ্য অক্ষরের এক ছাত্রীর ভাই পরিচয়ে মাহমুদ নামের এক যুবক তাকে লাঞ্ছিত করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এক মাসের টিআইসিআই ট্রেনিং প্রোগ্রামে ২০১৬-১৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গত ১৭ জানুয়ারী শিক্ষক শিমুলসহ রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরা নরসিংদীর ট্রেনিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইন্ডাস্ট্রি (টিআইসিআই) যায়। প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীসহ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা শহরের পালবাড়ী মোড়ে নামে। এসময় শিক্ষক শিমুল সাহাসহ অন্য একজন শিক্ষক মিলে ওই ছাত্রীকে তার অভিভাবকের কাছে পালবাড়ী বাসায় পৌঁছে দিয়ে ফিরে পালবাড়ী মোড়ে আসেন।

এরপর শিক্ষক শিমুল বাসায় যাবেন এ নিয়ে অপেক্ষা করছিলেন। এরই মধ্যে ‘ত’ আদ্য অক্ষরের ওই ছাত্রীর ভাই পরিচয়ে মাহমুদ নামের এক যুবক শিক্ষক শিমুলকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

বিস্তারিত আসছে ………………