আবাম ফাউন্ডেশনের পক্ষ থেকে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম নগরের আবাম ফাউন্ডেশন এর পক্ষ থেকে পথশিশু ও রেললাইনে পড়ে থাকা অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সম্পন্ন হয়েছে সেই সাথে তাদের সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী প্রজন্ম বাংলাদেশ।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত পথশিশু ও রেললাইনের পাশে পড়ে থাকা দারিদ্র অসহায় মানুষদের মাঝে রাতের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন। নগরীর সি আর বি থেকে শুরু করে ষোলশহর রেলস্টেশন পর্যন্ত এসে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: মধুমেলার ৬ষ্ঠ দিনের আলোচনা সভা অনুষ্ঠিত

কার্যক্রমের সভাপতির দায়িত্ব পালন করেন সাইদুল আলম (মামুন), সেই সাথে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের সভাপতি সাইফুল আলম (লিটন), তাছাড়া আবাম ফাউন্ডেশনের সদস্য সহ সোনালী প্রজন্মের সদস্যরা খাবার বিতরণে সহযোগিতা করেন।

প্রতিবারের ন্যায় আজকে তারা ১২০জন অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।তাছাড়াও, বিভিন্ন সময়ে অসহায়দের মাঝে খাবার বিতরণ সহ শীতকালীন শীতবস্ত্র ও সামাজিক বিভিন্ন কাজে তারা এগিয়ে আসে।

দেশদর্পণ/এইচআর/এসজে