স্ত্রীর গলায় রশি পেচাঁনো মরদেহ উদ্ধার, স্বামী উধাও

চট্রগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলায় একটি ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২০) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজী আক্তারের হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে পুলিশ ঝাউতলার ডিজেল কলোনির ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন:
লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
১৫ ডিসেম্বর পর্যন্ত পাম্প ধর্মঘট স্থগিত

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, রোজী ও তার স্বামী রেজাউল করিম (২৮) বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির কর্মচারী ছিলেন। গত ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়। স্থানীয় আবুল কাশেমের ভাড়া ঘরে তারা থাকতেন। এ বাসার কাছাকাছি রোজীর বোনের বাসা। সেখানে দুপুরে ও রাতে দুইজনই ভাত খেতেন। রোববার (১ ডিসেম্বর) রাতেও দুজন ভাত খেয়ে আসেন। সকালে রোজীর বোন এসে দেখেন মরদেহ।

তিনি জানান, রেজাউল করিম সীতাকুন্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের আবুল মনসুরের ছেলে। তার খোঁজ পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

ডিসেম্বর ২, ২০১৯ at ১৫:২৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই