লালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুরে কৃষি প্রণোদনার আওতায় ২০১৯-২০ মৌসুমে উপজেলার ২ হাজার ৪৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও তিলের বীজ ও সারা বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
১৫ ডিসেম্বর পর্যন্ত পাম্প ধর্মঘট স্থগিত
বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ২, ২০১৯ at ১৫:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এআই