এবার হুয়াওয়ে বাজারে আনছে মেটপ্যাড প্রো

আইপ্যাড প্রো’র মতোই ‘মেটপ্যাড প্রো’ উন্মোচন করলো হুয়াওয়ে। ১০ দশমিক ৮ ইঞ্চি স্ক্রিনের ট্যাবটি দেখতে আইপ্যাড প্রো’র মতো হলেও প্রান্তের ফ্রেমটি বেশ পাতলা, মাত্র ৪ দশমিক ৯ মিলিমিটার। ট্যাবটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ‘হোল-পাঞ্চ’ ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লেতে থাকছে ২৫৬০ বাই ১৬০০ রেজুলেশন।

সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, আইপ্যাড প্রো’র সঙ্গে মিলের আরেকটি দিক হলো মেটপ্যাডেও কি-বোর্ড সংযুক্ত করা হয়েছে। এর ওজনও আইপ্যাডের সমান অর্থাৎ ৪৬০ গ্রাম। পুরুত্ব ৭ দশমিক ২ মিলিমিটার যেখানে আইপ্যাডের ৫ দশমিক ৯ মিলিমিটার।

প্রসেসরে ব্যবহার হয়েছে হুয়াওয়ের কিরিন ৯৯০ প্রসেসর। ট্যাবটিতে হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ১০ ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুন :
মহিলাদের মারধর বাস্তব নয় যা স্ক্রিপ্টে থাকে সেই অনুযায়ী চলি: ইমরান হাশমি
বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টি’র পদযাত্রা

ট্যাবটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ব্যাটারি ৭২৫০ এমএইচ সঙ্গে ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবস্থা। এছাড়া রয়েছে কোয়াড হার্মান কার্ডোন স্পিকার এবং ৫-মাইক্রোফোন অ্যারে সিস্টেম।

৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ট্যাবটির দাম শুরু হয়েছে ৪৭০ ডলার থেকে। এটি মেটালিক সংস্করণ। তবে এতে কোনও কি-বোর্ড থাকছে না। আর কি-বোর্ড সহ ৮ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ বিশিষ্ট ট্যাবটির দাম ৭১০ ডলার। ট্যাবটি ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বাজারে কবে আসতে পারে এ সম্পর্কে সংবাদ মাধ্যমটি কিছু জানায়নি।

ডিসেম্বর ০১, ২০১৯ at ১০:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বাট্রি/এজে