মহিলাদের মারধর বাস্তব নয় যা স্ক্রিপ্টে থাকে সেই অনুযায়ী চলি: ইমরান হাশমি

ভারতীয় চলচ্চিত্রে মহিলাদের কীভাবে তুলে ধরা হচ্ছে সেই দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন ইমরান হাশমি।

ছবিতে মহিলাদের মারধর এবং তাদের সঙ্গে অভদ্র আচরণের জেরেও অনেক সময় সেই সিনেমা বিতর্কে জড়ায়। যেমনটা হয়েছিল শাহিদের ‘কবীর সিং’-এ। মুক্তির সময় বিতর্কে জড়িয়েছিল ‘কবীর সিং’।

এই বিষয়ে ইমরান হাশমি জানান, ‘পর্দায় আমরা শুধুমাত্র অভিনয় করে থাকি। আমরা নিজেরাই জানি না কখন কী করতে হয়। যা স্ক্রিপ্টে থাকে সেই অনুযায়ী চলি। যখন আমরা স্ক্রিনে কোনও চরিত্রে অভিনয় করি সেটা শুধুমাত্র সেই চরিত্রটাই, এর পেছনে কোনও কারণ নেই।

আরো পড়ুন:
ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইমরান হাশমি পরিস্কার ভাষায় বলেন, যখন পর্দায় দেখানো হয়, কোনও মহিলার সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বা তাকে মারধর করা হয় তখন সেই ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়। সিনেমায় কখনই মহিলাদের বাজে ভাবে দেখানো হয় না।

কিছুদিন আগেই ইমরান জানান দর্শকেরা তাকে ভাল মানুষ বলে মনে করেন না। কারণ ছবিতে তিনি যেই ধরণের চরিত্রে অভিনয় করে থাকেন তা মোটেই পছন্দ করেন না দর্শকরা।

ডিসেম্বর ০১, ২০১৯ at ১০:০৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বাট্রি/এজে