মুরালিধরন খেলা থেকে এবার রাজনীতিতে

সতীর্থ সনাৎ জয়সুরিয়া, হাসান তিলকরত্নে, অর্জুনা রানাতুঙ্গার পর এবার রাজনীতিতে নাম লেখালেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। দেশটির উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন তিনি। লঙ্কা দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এ ঘোষণা দিয়েছেন।

নতুন ৩ জন গভর্নরের নাম ঘোষণা করেছেন লঙ্কান প্রেসিডেন্ট। এর একজন হলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী সাবেক স্পিনার মুরালি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্র থেকে জানা যায়, সাবেক তারকা স্পিনারকে নর্দার্ন প্রভিন্সের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। যেখানে অনুরুদ্ধ ইয়াহামপাথকে ইস্টার্ন প্রভিন্স ও তিসা ভিথারানাকে নর্থ সেন্ট্রাল প্রভিন্সের দায়িত্ব দেয়া হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেন মুরালি। কিন্তু সক্রিয় রাজনীতিতে কখনো আসেননি তিনি। এবার শাসক হিসেবে একদম নতুন ভ‚মিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের গুরুদায়িত্ব সামলাতে যাচ্ছেন ৪৭ বছর বয়সী ক্রিকেটার।

আরো পড়ুন:
বৃহস্পাতিবার এমপি লিটন হত্যা মামলার রায়
চৌগাছায় ৪ দোকানে চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ

ডেইলি মিরর, গাল্ফ নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাজাপক্ষে খুব করে চাচ্ছিলেন উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নেন মুরালি। মহামান্য প্রেসিডেন্টের ব্যক্তিগত আহ্বান ফেলতে পারেননি তিনি। যতদিন খেলেছেন, লঙ্কান ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন মুরালি। ক্যারিয়ারে বিশ্বকাপও জেতেন তিনি। এক কথায় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস ছিলেন এ মায়াবি ঘূর্ণি জাদুকর।

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে মুরালি লঙ্কানদের জার্সিতে ১৩৩ টেস্ট খেলে রেকর্ড ৮০০টি উইকেট লাভ করেন। আর ৩৫০ ওডিআইতে নিয়েছেন ৫৩৪ উইকেট। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এই লঙ্কান কিংবদন্তি।

ক্রিকেটের পিচ থেকে রাজনীতির মাঠ নিয়ে আগ্রহী হয়ে ওঠার তালিকায় আরো রয়েছেন ভারতের মনসুর আলী খান পতৌদি, মোহাম্মদ আজহারউদ্দিন, নভজোৎ সিং সিধু, বিনোদ কাম্বলি, মনোজ প্রভাকর, কীর্তি আজাদ, পাকিস্তানের সরফরাজ নাওয়াজ, আমির সোহেল, ইমরান খান প্রমুখ। বাংলাদেশ থেকেও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রাজনীতিতে নাম লিখিয়েছেন। লঙ্কাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মুত্তিয়া, এখন রাজনীতিতে শাসক গর্ভনর হিসেবে কেমন করেন তিনি সেটাই দেখার বিষয়।

নভেম্বর ২৭, ২০১৯ at ২২:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম