খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

খাগড়াছড়ির গুইমারায় নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় “মানুষের জন্য ফাউন্ডেশন” এর সহযোগীতায় এবং এনজিও সংস্থা আলো’র অংশগ্রহনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গুইমারা বাজার পুলিশ বক্সের সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মানববন্ধনে আলো’র জ্ঞানদর্শী চাকমার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আলোর প্রকল্প সমন্বয়কারী সমীর তালুকদার। এসময় বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে।

আরও পড়ুন:
চৌগাছায় ৪ দোকানে চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ
নারীদের প্রশিক্ষণের নামে কোটি টাকা আত্মসাৎ, আটক ৩

এই সামাজিক ব্যাধি থেকে পরিত্রান পেতে আমাদের সবারই উচিত সমাজিক সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা আরও বলেন, পথে ঘাটে এবং চলার পথে সর্বত্রই সরকারকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং নারী ও শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে।

নভেম্বর ২৭, ২০১৯ at ২২:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এনএম/এআই