সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির রেজিস্ট্রেশন কার্যালয়ে সঞ্চীতা চৌধুরী’র সভাপতিত্বে সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্রীদের সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, সাবেক ছাত্রনেত্রী সালেহা বেগম, অ্যাডভোকেট রীতা বেগম, তামান্না আহমদ লীনা, অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সহ-সভাপতি কানিজ সুলতানা, শাহিনা আক্তার রুবি, চৌধুরী শারমিন রহমান, খাদিজা বেগম প্রমুখ।

সভায় ছাত্রীরা গুরুত্বপূর্ণ পরামর্শা দিয়ে অনুষ্ঠানকে ঝাকঝমক করতে আহ্বান জানান। তাদের মতামতগুলো গ্রহণ করেন নেতৃবৃন্দ।

সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের রেজিষ্ট্রেশনের জন্য নাজনীন বেগম’কে আহবায়ক, ও কানিজ সুলতানাকে সদস্য সচিব করে রেজিষ্ট্রেশন কমিটি ঘোষনা করা হয়। কমিঠির অন্য সদস্যরা হলেন শাহিনা চৌধুরী রুবি, চৌধুরী শারমিন রহমান তানিয়া, শিরিনা আক্তার, মমতাজ বেগম, সুলতানা রাজিয়া, মল্লিকা দাশ, পিয়া দে।

আরও পড়ুন:
কোচিংয়ে যাওয়ার নামে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে!
কক্সবাজারে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ

এসময় সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্ণমিলনী অনুষ্ঠানের বিস্তারিত উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন সুখেন্দু সেন, নাদের আহমদ, এ আর জুয়েল প্রমুখ।

নভেম্বর ২৩, ২০১৯ at ২১:০৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/এআই