কক্সবাজারে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ মাছুয়াখালী এলাকা থেকে রেজাউল করিম নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর (শনিবার) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানা যায়।

সূত্রে জানা যায়, আটককৃত রেজাউল করিম ঈদগাঁহ ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মমতাজ আহমদের ছেলে।

নেতৃত্বদানকারী এএসআই মহি উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান স্যারের নির্দেশে একটি ফোর্স নিয়ে ছন্দবেশ ধারণ করে স্থানীয়দের সাথে মিশে কৌশলে তাকে আমরা আটক করে তদন্ত কেন্দ্রে নিসে আসি।

আরো পড়ুন:
রাজশাহী জেলা আ’লীগে চমৎকার একটি নেতৃত্ব চান প্রধানমন্ত্রী: মেয়র লিটন
রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি করতে গিয়ে বিপথে গেলে ছাড় নয়

তিনি আরও জানান, মাদক-ইয়াবাকারবারী, সন্ত্রাসী, চোর-ডাকাতসহ সকল অপরাধীর বিরুদ্ধে ইনচার্জ আসাদুজ্জামান স্যারের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে৷

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, আসামী রেজাউল করিমের বিরুদ্ধে আদালত কর্তৃক ১০ বছরের সাজার পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘদিন পলাতক ছিল। যার মামলা জিআর নং২২১(৩) সদর।

তিনি আরো জানান, আটকৃত আসামী রেজাউল করিমকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

নভেম্বর ২৩, ২০১৯ at ২০:১৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরএস/এএএম