কলেজছাত্র জাকির হোসেন সানি খুনের ঘটনায় কারাগারে ২ আসামি

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে জাকির হোসেন সানি (১৮) খুনের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন,মুহাঃমামুন (৩০) এবং মুহাঃআনিসুর রহমান (৩০)। তারা জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আদালতে পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো.মোশাররফ হোসেন বলেন, জাকির হোসেন সানি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিসুর রহমান ও মামুন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন:
রায়পুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বসতবাড়ীতে হামলা-ভাংচুর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ

উল্লেখ্য,গত ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।

নভেম্বর ২১, ২০১৯ at ১৯:৪৪:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমজে/এআই