রায়পুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকিব হোসেন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্যু হয়।

নিহত রাকিব হোসেন (১৬) রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেপারী বাড়ির আক্তার হোসেনের ছেলে। সে চরবংশী ৬নং ওয়ার্ড মডেল স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুন:
সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

স্থানীয়রা জানায়, রাকিব ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পর্যাপ্ত সুবিধা না থাকায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে ৫দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।

নভেম্বর ২১, ২০১৯ at ১৮:৪৪:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/একে/এআই