বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে এসেছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজি।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী তারিক কাজি । এই নিয়ে চলছে মহাসমারোহ। তারিক কাজির স্বপ্ন জামাল ভুঁইয়ার মতো বাংলাদেশ ফুটবলের প্রতিনিধিত্ব করা। বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে আপ্লূত কাজি।
“বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার খবরে খুব আবেগী হয়ে পড়েছিলাম। ” নাগরিকত্ব পাওয়ার পরে তারিক কাজি এখন স্বপ্ন দেখছেন লাল-সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করার।
তারিক কাজির পিতারও স্বপ্ন ছেলে দেশের জার্সিতে খেলবে। পিতার স্বপ্নের পথেই হাঁটতে চান এই তরুণ ফুটবলার। তারিক কাজি বলেন, ” জামাল ভুঁইয়া পারলে আমিও পারব।
তারিক কাজির বয়স ১৯ বছর। ৫’১০” উচ্চতার এই ফুটবলার খেলেন রাইট ব্যাক পজিশনে। এই ১৯ বছরের ছোট ক্যারিয়ারেই জামাল ভুঁইয়ার চেয়েও বেশি অভিজ্ঞতা জমা করেছেন তারিক কাজি। ফিনল্যান্ডের অনূর্ধ্ব ১৭, ১৮ এবং ১৯ দলে খেলে ফেলেছেন। বসুন্ধরা কিংসের দাবি তারিক এখনই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত।
তারিকের বাবার বাড়ি নওগাঁতে। বেশ কয়েকবার এসেছেন বাংলাদেশে। তাকে এনে বেশ বড় চমকই দিয়েছেন বসুন্ধরা কিংস। জামাল ভুঁইয়ার পরে তারিক কাজি দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। তারিক কাজির ব্যপারে জেনেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে’ও বলেন।

আরও পড়ুন:
আমি আত্মহত্যার চেষ্টা করিনি: নুসরাত জাহান
রামগড়ে বেশি দামে লবণ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

“আমি শুনেছি, তারিক নামে এক প্রবাসী ফুটবলার বসুন্ধরা কিংসে খেলতে যাচ্ছে। তার ভিডিও ফুটেজ দেখে মনে হয়েছে ভালো খেলোয়াড়। তবে সরাসরি খেলা না দেখে মন্তব্য করা ঠিক হবে না। ক্লাবের হয়ে খেললেই দেখতে পারব, সে এখানে কেমন করছে। ভালো করলে অবশ্যই জাতীয় দলে আসার সুযোগ রয়েছে।’
ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাকে পাত্তা না দিয়ে দেশের টানে পাড়ি জমিয়েছেন বাংলার মাটিতে। লাল-সবুজের জার্সিতে সাফল্য এনে বাঙালিদের উৎসবের কারণ হবেন তারিক কাজি।

২০ নভেম্বর, ২০১৯  at ১০:২০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/এজে