রামগড়ে বেশি দামে লবণ বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বেশি দামে লবণ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত রামগড় ও সোনাইপুল বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪০ ধারায় অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে রামগড় বাজারের ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের ফাহিম ষ্টোর ও বাবুল চৌধুরীর বাবু ষ্টোর ১ হাজার ৫০০ টাকা করে এবং সোনাইপুল বাজারের আলমগীর হোসেন এর মেসার্স আলমগীর ষ্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, এটি সম্পূর্ণ গুজব। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন:
শিবগঞ্জে লবণের বায়বীয় সংকট সৃষ্টির দায়ে বিশেষ অভিযানে আটক ৩
৭ দিনের পেঁয়াজ বর্জনের শপথ শিক্ষার্থীদের

এসময় তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগীতার অনুরোধ জানিয়ে বলেন, দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে কেউ প্রয়োজনের অতিরিক্তি লবণ ক্রয় করবেন না।

নভেম্বর ১৯, ২০১৯ at ২২:০২:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এনএম/এআই