৭ দিনের পেঁয়াজ বর্জনের শপথ শিক্ষার্থীদের

৩০-৪০ টাকা কেজি পেঁয়াজের দাম ২০০ পেরিয়েছে। দাম কমানোর নানা পদক্ষেপও নিচ্ছে সরকার। কিন্তু কিছুতেই যেন থামছে না পেঁয়াজ দরের লাগামহীন ঘোড়া।

পেঁয়াজের দাম বৃদ্ধির ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও দাম কমানোসহ সিন্ডিকেট রুখে দিতে আগামী ৭ দিন (১৯-২৬) নভেম্বর পর্যন্ত পেঁয়াজ বর্জনের শপথ কর্মসূচি পালন করেছে।

আরো পড়ুন:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলায় গুলি চালিয়ে হত্যা
বাংলাদেশের পূর্ণ বিজয় ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় জয় বাংলা ভাস্কর্যের সামনে পেঁয়াজ বর্জনের কর্মসূচিটি পালন করে সিওয়াইবি শাখার নেতৃবৃন্দ। এ সময় সিওয়াইবি বিশ্ববিদ্যালয় শাখার সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুসহ সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

শাখার সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে পেঁয়াজ বর্জনের শপথ বাক্য পাঠ করান শাখার সভাপতি আদীব রাহমান।

নভেম্বর ১৯, ২০১৯ at ২০:৪৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম