দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলায় গুলি চালিয়ে হত্যা

নর্দানকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট শহরের পলমিট লোকেশনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে একদল স্বশস্ত্র ডাকাত কামাল আহমেদ ভুট্টো নামে এক বাংলাদেশির দোকানে ঢুকে প্রথমে চাপাতি দিয়ে কোপ দেয় তাকে।

উনি হাত দিতে প্রতিহত করার চেষ্টা করলে চাপাতির আঘাতে দুটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ডাকাতদল তাকে গলায় গুলি করে।

আরো পড়ুন:
মহাস্থানে ৩ দিন ব্যাপী তাফসির মাহফিল উপলক্ষে র‌্যালি
লবণের গুজব সৃষ্টিকারীদের সনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ

এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে ইস্ট লন্ডন হাসপাতালে দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন ছিলেন। এসময় তার ৩টি সফল অপারেশন হয়েছিলো। অবশেষে তিনি ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন।

নিহত কামাল আহমেদ ভুট্টো ফেনী জেলার সোনাগাজীর পশ্চিম দরবেশের আব্দুস সোবহানের পুত্র। তিনি দীর্ঘ ১০ বছরধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।

নভেম্বর ১৯, ২০১৯ at ২০:১৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যু/এএএম