যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, আত্মঘাতী ঘাতক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। পরে আত্মঘাতী হন ওই বন্দুকধারী। সোমবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ওকলাহোমার ডানক্যানে ওয়ালমার্ট স্টোরে সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ডানকান পুলিশ সেন্টারের চিফ ড্যানি ফ্রড গণমাধ্যমকে জানান, ওয়ালমার্ট সেন্টারের কার পার্কিং অংশে এক পুরুষ এবং এক নারীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই বন্দুকধারী।

আরো পড়ুন:
বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক
চাপ বাড়াতে ‘জিম্মি’ কৌশল অবলম্বন করছে পরিবহন মালিক ও শ্রমিকরা

এরপর নিজে আত্মঘাতী হন তিনি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থলে একটি সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে জানা না গেলেও হামলাকারী ও যাদের ওপর হামলা হয়েছে তারা নিজেদের চিনতেন বলে ধারণা করছেন পুলিশ চিফ ড্যানি ফ্রড।

নভেম্বর ১৯, ২০১৯ at ১২:৫১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সটিভিও/এএএম