দুমকিতে আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল এক গ্রুপের বর্জণ, প্রতিবাদ বিক্ষোভ

পটুয়াখালীর দুমকিতে অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে একগ্রুপের বর্জণ-প্রতিবাদ বিক্ষোভের মধ্যে দিয়ে দুমকি উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. মো: আফজাল হোসেন সম্মেলনের উদ্বোধন করেন।

দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি ও সাংসদ এড. মো: শাহজাহান মিয়া প্রধান অতিথি, জেলা আ’লীগের সহ-সভাপতি এড. হারুন অর রশিদ হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর, যুগ্ম সাধারন সম্পাদক মো: আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মাদ বাবর, কৃষি বিষয়ক সম্পাদক কাজী রুহুল আমীন বিশেষ অতিথি ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির নামে শুধুমাত্র উপজেলা আ’লীগের ভোটে নেতৃত্ব নির্বাচনের অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সভাপতি পদ প্রার্থী মিজানুর রহমান সিকদার ও সাধারণ সম্পাদক প্রার্থী মো: দেলোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে উপজেলা আ’লীগের একাংশ বর্জণের ঘোষনা দিয়ে কাউন্সিলস্থল থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে।

আরো পড়ুন :
রাবি শিক্ষার্থীকে মারধর: ৩দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস !
ভারতীয় বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

সমাবেশে অন্যান্যের মধ্যে মিজানুর রহমান সিকদার, দেলোয়ার হোসেন মোল্লা, ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী প্রমুখ বক্তৃতা করেন। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের উভয় পদে দু’জন করে মোট চারজনের মধ্যে দু’জন প্রার্থী কাউন্সিল বর্জণ করায় জেলা আ’লীগ সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন অপর দু’প্রার্থী আবুল কালাম আজাদকে সভাপতি ও শাহজাহান আকন সেলিমকে সাধারণ সম্পাদক এছাড়াও  সভাপতি পদ প্রার্থী মিজানুর রহমান সিকদারকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী মো: দেলোয়ার হোসেন মোল্লাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনুস আলী মৃধাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা করেন।

১৬ নভেম্বর, ২০১৯  at ১৪:৩৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মো.জউ/এজে