ভারতীয় বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত

ভেঙ্গে পড়ল ভারতীয় বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান। শনিবার মিগ-২৯কে ফাইটার জেটটি ভারতের পশ্চিম উপকূল গোয়ায় বিধ্বস্ত হয়। খবর ইন্ডিয়া টুডে ও এনডিটিভির।

জানা গেছে, দু’জন পাইলটকেই নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান। মিগ-২৯কে হলো মিগ-২৯ এর এয়ারক্র্যাফট ভার্সন যা আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফটে ব্যবহৃত হয়ে থাকে।

আরো পড়ুন:
পাঁচবিবিতে ভাপাপিঠার দোকানে মাদ্রাসার ২০২০ সালের বিতরণের বই
বিজ্ঞানের ছাত্র জাহেদুল মানবিকে: এ দায় কার?

এর আগে, গেল সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর ফাইটার জেট মিগ-২১ ভেঙে পড়ে। ভারতের মধ্য়প্রদেশের গোয়ালিয়রে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ১৬, ২০১৯ at ১৪:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বাপ্র/এএএম