পাঁচবিবিতে ভাপাপিঠার দোকানে মাদ্রাসার ২০২০ সালের বিতরণের বই

জয়পুরহাটের পাঁচবিবিতে ভাপাপিঠা বিক্রির দোকানে মিলল দাখিল মাদ্রাসার ২০২০ সালের ১লা জানুয়ারিতে বিতরণের ৬ষ্ট শ্রেণির ইংলিশ গ্রামার বই।

১৫ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলার পাকুরিয়া গ্রামের বিদেশ ফেরত মতিউর রহমান পাঁচবিবি রেল স্টেশনের নিচে পূর্বপার্শ্বে ভাপা পিঠা খেতে যান। সেখানে তিনি দেখতে পান ২০২০ সালের ১লা জানুয়াতিতে বিতরণের জন্য মুদ্রিত দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির “ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশান” বইটির পাতা ছিড়ে দোকানীকে পিঠা বিক্রি করতে।

আরো পড়ুন:
মণিরামপুরে ৬ কোটি টাকা ব্যয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক নির্মানে অনিয়ম
পুলিশ পরিদর্শক পদে আশরাফুলের পদোন্নতিতে শুভাকাঙ্খিদের অভিনন্দন

তাৎক্ষণিক তিনি দোকানী প্রশ্ন করেন, এ বই আপনি কোথায় পেলেন? দোকানদার বলে, দশ মিনিট আগে স্কুল পড়ুয়া একটি ছেলে তার স্কুল ব্যাগের ভিতরে করে এনে ৪ পিচ বই মাত্র ২০ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে গেলেন। এ রকম আরো বই তার কাছে ছিল, আমি না নিতে চাওয়াই সে পাশের দোকানে বিক্রি করে গেল।

প্রশ্ন দেখা দিয়েছে, যে বই নিদ্দিষ্ট কর্তৃপক্ষের নিকট,নিদ্দিষ্ট স্থানে সংরক্ষিত থাকার কথা সে বই ভাপাপিঠা ওয়ালার কাছে আসে কি করে। এর জন্য দায়ী কে? কার অবহেলা? কার যোগ সাজশে এমন হীন কাজ সংঘটিত হচ্ছে?

নভেম্বর ১৬, ২০১৯ at ১৩:৪৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআইটি/এএএম