ইরানে ভূমিকম্পে নিহত হয়েছে ৩ জন

ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলে আজ শুক্রবার সকালে মাঝারি ধরনের ভূমিকম্পে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

ইরানের ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ভূগর্ভের পাঁচ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাঝারি মাত্রার ওই ভূমিকম্পের পর আরও কয়েকবার মৃদু ভূকম্পন টের পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করেছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুটি টেকটোনিক প্লেটের সম্মেলনস্থলে ইরানের অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। গত কয়েক দশকে বেশ কয়েকবার বড় ধরনের দুর্যোগের মুখে পড়েছে দেশটি। ২০০৩ সালে প্রাচীন বাম শহর ভূমিকম্পে বিধ্বস্ত হয় এবং কমপক্ষে ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

আরো পড়ুন :
চুয়াডাঙ্গা গবর গাড়া গ্রামে বাবার মিথ্যা অভিযোগে সন্তান জেলে।
চুয়াডাঙ্গা গবর গাড়া গ্রামে বাবার মিথ্যা অভিযোগে সন্তান জেলে।

১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে ৪০ হাজার মানুষ নিহত এবং ৩ লাখের মতো মানুষ আহত হন। অনেকেই গৃহহারা হয়ে পড়েন। ২০০৫ ও ২০১২ সালের ভূমিকম্পেও দেশটিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

০৮ নভেম্বর, ২০১৯  at ০১:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/এজে