ফিনল্যান্ডের বিস্ময় তারিক কাজি খেলতে আসছেন বাংলাদেশে!

এবার বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক কাজি।

বয়স মাত্র ১৯ বছর, উচ্চতার ৫’ ১০” এই ফুটবলার খেলেন রাইট ব্যাক পজিশনে। এই ১৯ বছরের ছোট ক্যারিয়ারেই জামাল ভুঁইয়ার চেয়েও বেশি অভিজ্ঞতা জমা করেছেন তারিক কাজি।

খেলে ফেলেছেন ফিনল্যান্ডের অনূর্ধ্ব ১৭, ১৮ এবং ১৯ দলে । বসুন্ধরা কিংসের দাবি তারিক এখনই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত।

আরো পড়ুন:
সুনামগঞ্জের সম্পদ আতসাৎকারিরাও শুদ্ধি অভিযানের আওতায় নিশ্চয় আসবে -পীর মিসবাহ
জয়পুরহাটে অবৈধ্য বালুর ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফিনল্যান্ডের ঘরোয়া লীগের সর্বোচ্চ পর্যায়েই খেলছেন তিনি। তার ক্লাব নিজের জন্মস্থান ট্যাম্পেরে শহরের ক্লাব ইলভেস ম্পেরেতে।

তারিকের বাবার বাড়ি নওগাঁতে। বেশ কয়েকবার এসেছেন বাংলাদেশে। তাকে এনে বেশ বড় চমকই দিয়েছেন বসুন্ধরা কিংস। জামাল ভুঁইয়ার পরে তারিক কাজি দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।

অল্প ক’দিনের মধ্যেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পাবেন তারিক কাজি। তারপর দেশে ফিরে এলেই চূড়ান্ত চুক্তি সম্পাদন করবে বসুন্ধরা কিংস।

নভেম্বর ০৫, ২০১৯ at ০০:৫৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম