চলছে অবৈধ বালু উত্তোলন”দেখার কেউ নেই

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাইল্যাছড়ি, তৈকর্মা ৫নং পোষ্ট সংলগ্ন খালে এবং সিন্দুকছড়ি এলাকায় চলছে অবৈধ ভাবে বালুর উত্তোলন ব্যবসা। প্রশাসন নিরব বিভিন্ন প্রতিষ্ঠানের লোক দের সহযোগিতা দিয়ে অবৈধ ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে ।

গুইমারার উপজেলার বাইল্যাছড়ি ছাগলনাইয়াপাড়ায় বাইল্যাছড়ি, তৈকর্মা ৫নং পোষ্ট সংলগ্ন খালে এবং সিন্দুকছড়ি বালু উত্তেলনের ঘাট। এখানে ছোট খাল থেকে বালু উত্তোলনের মাধ্যমে খালের পাড় ভেঙ্গে পড়া সহ ভূমিদস দেখা দিয়েছে।

এদিকে-স্থানীয় বেশ কয়েকজন কৃষক অবৈধ ভাবে এ বালু উত্তোলনের ফলে তাদের ফসলীয় জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবী করেন।

প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বালুর অবৈধ রমরমা ব্যবসা চলে আসলেও তা দেখেও দেখে না সংশ্লিষ্ট প্রশাসন। কারণ ম্যানেজ প্রকল্পে অবৈধরাই বৈধ বলে তিনি মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে।

আরো পড়ুন :
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ, খাবার গেল এতিমখানায়

তা পরিহার করে সরকার যাতে রাজস্ব পায় জনগন যাতে বালু দিয়ে উন্নয়ন মুলক কাজ করতে পারে সেভাবে ব্যবস্থা গ্রহন করতে হবে।

বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বস বলেন, বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

৩১, অক্টোবর,  ২০১৯  at ১৭:০৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/নূম/এজে