জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাসে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা করেছে।

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পোরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিন শেষে পৌরসভা কনফারেন্স রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

খাগড়াছড়ি পৌর সচিব পারভীন খন্দকারের সভাপতিত্বে প্রভাত তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র মো: রফিকুল আলম। বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসম্মত সানিটেশন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে সানিটেশন ব্যবস্থায় বর্তমান সরকারের সাফল্য ও অর্জন তুলে ধরেন।

আরও পড়ুন:
স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ, খাবার গেল এতিমখানায়
আওয়ামীলীগের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু গ্রেফতার

এসময় পৌর মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সামাদ ফকির, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর অতীশ চাকমাসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ৩১, ২০১৯ at ১৬:৪৬:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এনএম/এআই