বন্ধের দিন ও চলছে সোনার বাংলা এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম-ঢাকা সোনার বাংলা এক্সপ্রেস এর সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।তবে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় যাত্রা শুরু করবে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান।

পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে বন্ধের দিনও সোনার বাংলা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে হিসেবে আজকে বিকেল ৫টায় যথাসময়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়েছে। প্রসঙ্গত, এক সপ্তাহ আগে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বাণিজ্যিক বিভাগ চবি’র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা এবং অতিরিক্ত যাত্রী চাহিদা বিবেচনায় রেখে ‘সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার সোনার বাংলা চালুর’ জন্য প্রস্তাব করে। পরিবহন বিভাগ এ চাহিদাপত্রটি রেল ভবনে প্রেরণ করে।

আরো পড়ুন :
সব কোচিং সেন্টার বন্ধ’ ১৫ নভেম্বর পর্যন্ত
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গাইবান্ধায় পোস্টম্যান ও ডাক কর্মচারি ইউনিয়নের মানববন্ধন

কিন্তু রেল ভবনের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রস্তাবটি সোমবার পর্যন্ত অনুমোদন করেননি। অবশেষে আজ মঙ্গলবার সোনার বাংলা সার্ভিস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

২৯, অক্টোবর,  ২০১৯  at ১৮:০০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মজিউ/এজে