মিথ্যা ও হয়রানীমুলক মামলায় জেলে সংবাদপত্রসেবী চান আলী

ঝিনাইদহ সদর উপজেলার নৃশিংহপুর গ্রামে একটি মারামারির ঘটনায় মিথ্যা ও হয়রানীমুলক মামলায় জেল খাটছেন সংবাদপত্র সেবী চান আলী।

তিনি ঘটনার সময় ঝিনাইদহ শহরে পত্রিকা বিতরণের কাজে ছিলেন। কিন্তু সমাজিক দ্বন্দের কারণে মামলায় আসামী বানানো হয়েছে। চান আলী কারাগারে বন্দি থাকায় ঝিনাইদহ শহরের পশ্চিমাঞ্চলে পত্রিকা বিতরণে ব্যঘাত ঘটছে বলে জানান বহুমুখী সংবাদপত্র সমবায় সমিতির নেতা আব্দুল ওয়াহেদ।

চান আলীর পরিবার জানান, গত ১৬ সেপ্টম্বর সকাল সাড়ে ৯টার সময় নৃশিংহপুর গ্রামের গাজীর উদ্দীনের ছেলে তেছের আলীকে যখন দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে, তখন সংবাদপত্র সেবী চান আলী ঝিনাইদহ শহরে পত্রিকা বিলি করছিলেন।

আরও পড়ুন:
স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে স্কুল শিক্ষক গ্রেফতার
এক অদম্য মেধাবীর স্বপ্ন জয়ের গল্প

ভোর সকালে চান আলী বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি ফেরেন বিকালে। ফলে সে কোন ভাবেই মারামারির সময় ঘটনাস্থলে ছিলেন না। গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধের জের ধরে সংবাদপত্র সেবী চান আলীকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে বলে তার পরিবার মনে করেন।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ১০ জনকে আসামী করে মামলা করা হয়েছে, যার মামলা নং ৪৩/১৯। যে মামলায় সর্বশেষ আসামী হচ্ছে চান আলী।

অক্টোবর ২০, ২০১৯ at ২২:২২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কলি/এএএম