নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৬ জেলে আটক

লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। সোমবার উপজেলার মেঘনা নদী এলাকা থেকে তাদের আটক করে হয়। এসময় ১ হাজার মিটার ও ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়ে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী।

আরও পড়ুন :
কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে বিএনপি’র ভোট বর্জন
যবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ৬ জেলেকে মাছ ও জালসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে এক মাসের বিনাশ্রম জেল ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা ও মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ড সদস্য ও স্থানীয় জন প্রতিনিধি ।

অক্টোবর ১৪, ২০১৯ at ১৭:২৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একা/আজা