কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে বিএনপি’র ভোট বর্জন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুর রাজ্জাক উপজেলা নির্বাচনের ভোট বর্জন করেছেন। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

এসময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভোটের পরিবেশ না থাকার পরও আমরা নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। নির্বাচন রির্টানিং কর্মকর্তা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা নিচ্ছেন না।

আরও পড়ুন :
শিশু তুহিন হত্যাকান্ড ঘটনায় একই পরিবারের ৭ জন আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৬ জেলে আটক

আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়ার পরও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। আমাদের প্রধান নির্বাচন সমন্বয়ক ও নির্বাচনি এজেন্ট সাবেক মেয়র সালাহ্উদ্দীন বুলবুল সিডলকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। এমতাবস্থায় আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৪, ২০১৯ at ১৬:০২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএমআর/আজা