মানবাধিকার সমিতির সভায় আবরার স্মরণে এক মিনিট নীরবতা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার প্রথম সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কুষ্টিয়া শহরের অভিজাত শপিং কমপ্লেক্স পরিমলের চতুর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীলের সঞ্চালনায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি অর্পণ মাহমুদ, কুমারখালীর কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় মানবাধিকার সমিতির নির্বাহী সদস্য কে এম শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আলামিন, উৎপল বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মশফিকুর রহমান প্রদীপ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক জুলিয়া পারভীন।

আরও পড়ুন:
উচ্চ রক্তচাপের রোগীর জীবনযাপন
কবরস্থান থেকে এক মহিলার লাশ উদ্ধার

এ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুব বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ, নির্বাহী সদস্য আশিকুর রহমান, মামুন আহমেদ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, কনক সরওয়ার প্রমুখ।

সভার শুরুতে সিনিয়র সহসভাপতি অর্পণ মাহমুদ কোরআন তেলোয়াত করেন। কোরআন তেলোয়াত শেষে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নিহত বুয়েট ছাত্র, কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সংগঠনকে আরো গতিশীল করতে ‘আমাদের করণীয়’ শীর্ষক উম্মুক্ত আলোচনা করা হয়। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অক্টোবর ১০, ২০১৯ at ২২:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম