ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টার মধ্যেই ছাত্রী হলে অ্যাকশন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ছাত্রী হলের একজন ছাত্রী ফেসবুকে তাদের রিডিং রুমের সমস্যার কথা উল্লেখ করেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন আজ শেখ হাসিনা ছাত্রী হলের সেই রিডিং রুম ভিজিট করেন এবং এটাকে অচীরেই আধুনিকায়ন করা হবে বলে উল্লেখ করেন। একইসঙ্গে আগামীকালের মধ্যে কিছু চেয়ার-টেবিল এই রিডিং রুমে সরবরাহে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন:
ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী লিটন আটক
ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা জমে উঠেছে

তিনি আরও জানান, ছাত্রীদের রিডিংরুমটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে, এ বিষয়ে একটি প্রকল্প তৈরি করে প্রভোস্টকে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, সহকারী প্রভোস্ট ফাতেমা তুজ জোহরা, ফারহানা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, সেকশন অফিসার আবু সাঈদ প্রমুখ।

অক্টোবর ০২, ২০১৯ at ০০:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম