পিআইবিতে কুবিসাস সদস্যদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্যদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে মাবাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। গত ৮ জানুয়ারি থেকে থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে কুবিসাসের ২৮ জন সদস্য অংশ নেন।

সোমবার (৯ জানুয়ারি) ছিল প্রশিক্ষণের সমাপনী দিন। রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।

আরো পড়ুন :
>সাংবাদিক অজয় পালের মৃত্যুতে বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেক্লাবের শোক প্রকাশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা।

প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। এতে প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।

দুইদিনের এই কর্মসূচিতে সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতা করার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

জানুয়ারি ১০.২০২৩ at ১৪:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কব/এমএইচ