টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটনের রেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে হেরেছে বাংলাদেশ। সেই পরাজয়ের ক্ষত শুকানোর আগেই সুসংবাদ পেলেন লিটন দাস। টেস্ট র‌্যাঙ্কিংয়ে রেকর্ড গড়া উন্নতি হয়েছে টাইগার উইকেটরক্ষকের।

ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দলের দুঃসময়ে ঢাল হয়ে উঠেছিল লিটনের ব্যাট। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পরের ইনিংসে ফিফটি তারপরও হার এড়াতে পারেনি বাংলাদেশ।

দুই ইনিংসে রান পাওয়ার পুরস্কারটা ঠিকই পেলেন লিটন। সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৭২৪। যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ এবং টেস্টে সর্বোচ্চ অবস্থান।

টেস্টে বাংলাদেশিদের মধ্যে আগের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৭০৯, তামিম ইকবালের। ২০১৭ সালে এই রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি।

জুন ০১,২০২২ at ২২:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রানি/রারি