আইসিসিতে বর্ষসেরা সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন সাকিব আল হাসান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ক্রিকেট সংস্থাটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকায় সাকিবের নাম দেখা গেছে।

আরো পড়ুন:
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
স্বাস্থ্য বিভাগে তোলপাড়: ভারত ফেরত যাত্রীর করোনা শনাক্ত

সাকিব আল হাসান ছাড়াও তালিকায় আরও আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজিম, দক্ষিণ আফ্রিকার জানেমান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, ২০২১ সালে ব্যাটিং ও বোলিংয়ে ভালো পারফরম্যান্সের কারণে এই স্বীকৃতি পেয়েও যেতে পারেন সাকিব আল হাসান। ২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৩৯.৫৭ গড়ে ২ ফিফটিসহ ২৭৭ রান করেছেন সাকিব। বল হাতে ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতানো পারফরম্যান্স করছেন।

যদিও এ বছর সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। তবে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ ভালো খেলতে পারেননি।

ডিসেম্বর ৩০.২০২১ at ১৭:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ