২১ জুনের সূর্যগ্রহণেই কি করোনার বিনাশ? বিজ্ঞান যা বলছে…

রাত পোহালেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ করোনা ভাইরাস, একের পর এক ভূমিকম্পের আবহে এই গ্রহণ ঘিরে তৈরি হয়েছে নানা দুশ্চিন্তা৷ কেউ বলছেন, পৃথিবী ধ্বংস হবে৷ কেউ আবার দাবি করছেন, করোনা ভাইরাসের ইতি হবে এই গ্রহণের মাধ্যমেই৷

রবিবার পৃথিবীর নানা প্রান্তের মানুষ সাক্ষী থাকবেন এই মহাজাগতিক বিস্ময়ের৷ চাঁদের ছায়ায় সূর্যের রিং অফ ফায়ার তৈরি হবে৷ ১০০ বছরে এমন পূর্ণগ্রাস গ্রহণের সাক্ষী থাকেনি বিশ্ব৷

Image: News18 Creative

প্রায় ৩০ সেকেন্ড সূর্যকে পূর্ণগ্রাস করবে চাঁদের ছায়া৷ তারপর আস্তে আস্তে গ্রহণ কাটবে৷ সূর্যগ্রহণ ঘিরে বহু ভারতীয়ের প্রশ্ন, এই গ্রহণেই কি করোনা ভাইরাস মরে যাবে? গুগল সার্চ রেজাল্টে সবচেয়ে বেশি বার সার্চও করা হয়েছে এই প্রশ্নটি৷

সম্প্রতি চেন্নাইয়ের এক পরমাণু বিজ্ঞানী কেএল সুন্দর কৃষ্ণা দাবি করেন, এই সূর্যগ্রহণেই করোনা ভাইরাস ধ্বংস হবে৷ গত বছর ২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণের সঙ্গে তিনি তুলনা টানেন৷

কিন্তু বেশির ভাগ বিজ্ঞানীই বলছেন, সূর্যগ্রহণে করোনা ভাইরাস ধ্বংস হবে, এর বৈজ্ঞানিক ভিত্তি নেই খুব একটা৷ নোভেল করোনা ভাইরাস হল করোনা গ্রুপের একটি ভাইরাস৷ করোনা অর্থ হল ক্রাউন বা মুকুট৷

সূর্যগ্রহণে করোনা ধ্বংস হবে, এই তত্ত্ব খারিজ করে দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও৷ তবে সোলার করোনা নোভেল করোনাকে মারতে পারে৷ কিন্তু সোলার করোনার তাপ পৃথিবীর স্তরের উষ্ণতার চেয়ে ১০০ গুণ বেশি৷ সোলার করোনা কখনওই পৃথিবীর করোনা ভাইরাসকে মারতে পারবে না৷ কারণ, সূর্য পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে৷

তাই করোনা ভাইরাসকে মারার একমাত্র বিজ্ঞানসম্মত উপায় হল, বারবার সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া৷ নাকে-মুখে বারবার হাত না দেওয়া ও মাস্কের ব্যবহার৷