ইবিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘চিত্রপটের‘ যাত্রা শুরু

ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) সাংস্কৃতিক অঙ্গনে চিত্রশিল্পের চর্চা ও বিকাশ এবং ক্যাম্পাসে শিল্পচর্চা ব্যাপকতর করা ও সার্বিক উন্নতিতে সহায়তা করার  লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ‘চিত্রপট’ নামের একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ  করেছে।
 (২৪ নভেম্বর) রবিবার মোঃ শামস-উর রহমানকে সভাপতি ও মোঃ ফাহাদ নাহিয়ান কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সংগঠনটির অন্যান্য সদস্য হলেন, সাধারণ সম্পাদক মোঃরিদওয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তাবরীজ খান,প্রচার সম্পাদক দীপ্ত মজুমদার, দপ্তর সম্পাদক নিশাত আনজুম, কোষাধ্যক্ষ দিন আফরোজ, সদস্য সচিব সুলতান মাহমুদ।

আরো পড়ুন :
শত শত পর্নো তারকার অ্যাকাউন্ট ডিলিট করেছে ইনস্টাগ্রাম
কুড়িগ্রামে বিস্তীর্ণ বালুচরে সবজি চাষাবাদ

প্রতিষ্টাকালীন সদস্য হিসেবে আছেন তাহমিদ ইসলাম, জাহিদ হাসান রিয়াদ,নওশীন তাসনিয়া অরনী,মুনিরা আনজুম মুক্তা,সুস্মিতা দত্ত তুনা ও ইলিয়াস সৈকত।

২৫ নভেম্বর, ২০১৯  at ১২:৩২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তাহা/এজে