ফ্রান্সের স্কুলে নিষিদ্ধ হচ্ছে আবায়া

ছবি- সংগৃহীত।

ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই রাষ্ট্র পরিচালিত স্কুলে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ফরাসি শিক্ষামন্ত্রী।

ফ্রান্সের সরকারি স্কুলে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস অথবা মুসলিমদের স্কার্ফ পরায় অনুমতি দেয় না। সরকারি স্কুলগুলোতে ১৯ শতক থেকে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। যা বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রশাসনের সময় আরও কঠোর।

আরো পড়ুন :

> অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর আবেদন
> ঘোড়াঘাটে গৃহবধ‚কে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জন গ্রেফতার

২০০৪ সালে দেশটির স্কুলে মাথায় স্কার্ফ পরায় নিষিদ্ধ হয়েছিল এবং ২০১০ সালে প্রকাশ্যে বোরকা পরে মুখ ঢেকে চলায় একই ব্যবস্থা নেওয়া হয়। ফলে দেশটির ৫০ লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছিল।

এবার আবায়া নিষিদ্ধের বিষয়ে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাবরিয়েল আতাল একটি সম্প্রচারমাধ্যমকে বলেছেন, ‘আবায়া কোনও স্কুলে পরে যাওয়া যাবে না। কারণ আপনি যখন শ্রেণিকক্ষে যাবেন তখন শিশুদের দেখেই ধর্ম শনাক্ত করতে পারবেন না।’

গত কয়েক মাস ধরেই এ বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে তর্কবিতর্ক চলছিল বিভিন্ন মহলে। এ নিয়ে কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলো সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। তবে বামপন্থিরা বলছে, এমন সিদ্ধান্তে নাগরিক স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে।

এদিকে কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্থা ফ্রেঞ্চ কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) জানিয়েছে, পোশাক পরা ‘কোনও ধর্মীয় প্রতীক হতে পারে না।’ সূত্র: আল জাজিরা

আগস্ট ২৮, ২০২৩ at ১০:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাট্রি/ইর