প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে ১৪ দিন মতামত নেবে সরকার

আইনমন্ত্রী: আনিসুল হক।ছবি- সংগৃহীত।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ১৪ দিন পর্যন্ত মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মতামতের জন্য আইনের খসড়াটি এরই মধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

প্রয়োজনে আইনের খসড়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

আরো পড়ুন :

> বাণিজ্যের আড়ালে সাড়ে ৯ হাজার কোটি টাকা পাচার
> মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

সম্প্রতি বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নেয় সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ উপস্থিত ছিলেন।

আগস্ট ১০, ২০২৩ at ১৮:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর