মাধবপুরে অবৈধ বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন :

> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজারে অধ্যাপক ডা. নিকুঞ্জ‘র শ্রদ্ধাঞ্জলি
> ইজি বাইক চালক প্রকৃত মালিকের  হাতে তুলে দিলেন ১ লক্ষাধিক টাকার মালামাল

গতকাল মঙ্গলবার(০১লা আগষ্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের হেফজু মিয়ার পুত্র শাকিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় একটি গাড়ি জব্দ করেন।বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার(ভূমি) মো. রাহাত বিন কুতুব।

আগষ্ট ০১, ২০২৩ at ২০:০১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বরদা/ইর