জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত

নিরাপদ মাছে ভরবো দেশ ” গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাঁকজমক ভাবে পালিত হয়।

আরো পড়ুন :

> মানচিত্রে নেই, জনশ্রুতিতে জীবন্ত ভূতুড়ে গ্রাম
রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার-৪

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁঞা (শাহিন), মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. নুরজাহান বেগম,তাড়াইল মৎস্য অফিসার অমিত পন্ডিত এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,তাড়াইল উপজেলা জাতীয় সংবাদ সংস্থার কোষাধক্ষ্য ও উপজেলা মৎস্য যুবলীগের সভাপতি আব্দুল মোমেন, আরও উপস্থিত ছিলেন তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ ভুইঁয়া, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক রতন,দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একে এম, মাইনুজ্জামান নবাব, দিগদাইড় ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ভুইঁয়া আসাদ,তাড়াইল সাচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  সাঈম দাদ খান নওশাদ সহ সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া ও সাতটি ইউনিয়নের মৎস্য চাষি বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহিন বলেন, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের বেশি বেশি পরিমাণে মাছ চাষ করতে হবে পাশাপাশি অবৈধ ভাবে কারেন্ট জাল, দুয়ারী জাল পেতে পোনা মাছ নিধন করা হচ্ছে এগুলো অবৈধভাবে মাছ ধরা থেকে জেলেদেকরকে বিরত রাখতে হবে ।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন বলেন, এই বর্ষার মৌসুমে মা মাছ, ডিমওলা মাছ, ধরা নিধন করতে হবেএবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাড়াইল থানা অফিসা র্ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নদী বা হাওরে যেকোনো অবৈধ উপায়ে মাছ ধরলে, আমরা পুলিশ ডিপার্টমেন্ট আইনের যথাযথ, পদক্ষেপ নেব।

পরিশেষে আল – আমিন ভুইয়া তালজাঙ্গা ইউনিয়ন, মো:মাজেদুল খান ( পিযুষ) দরিজাহাঙ্গীরপুর, নাজমুল হাসান খান, কোনা ভাওয়ালএই তিনজন মৎস্য চাষীর মধ্যে ক্রেইস পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

জুলাই ২৫, ২০২৩ at ১৭:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশই/ইর