রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার-৪

রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ ৪জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৪২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় চারঘাট থানাধীন ইউসুফপুর টাংগন পূর্বপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন :

> পাঁচবিবিতে জাতীয় মৎস সপ্তাহ-২৩ উদ্বোধন
> মানচিত্রে নেই, জনশ্রুতিতে জীবন্ত ভূতুড়ে গ্রাম

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর কাটাখালি ধানাধীন টাংগন এলাকার মৃত আজাদ শেখের ছেলে মো. মাসুম শেখ (৩৬), একই থানার ইউসুফপুর টাংগন কলোনী এলাকার মৃত বোদন সরদারের ছেলে মো. জুয়েল (৪০), রাজশাহীর পবা থানাধীন কনপুকুরিয়া গ্রামের মো. আব্দুর সালামের মো. মাইনুল ইসলাম (৩০) ও চারঘাট থানার ইউসুফপুর টাংগন পূর্বপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. সমর আলী (৩২)।

মঙ্গলবার র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জুলাই ২৫, ২০২৩ at ১৩:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/ইর