আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সৈন্যসহ নিহত ৩৪

ছবি- সংগৃহীত।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ সেনাসহ ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে দেশটির ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের তথ্য রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন :

> অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে, সুধী সমাবেশে ফয়েজ আহমেদ
> যশোরের পদ্মা নার্সিংহোমে উন্নত ব্যবস্থাপত্র না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে আট হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধারকারী দলগুলো বিপদজনক অঞ্চল থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

দাবানলে বন, ফসল, কৃষিজমি এবং ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিবিসি বলছে, দাবানলে ২৬ জন আহত হয়েছে এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরা অঞ্চল থেকে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় তাদের দশ সেনা নিহত হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে এরইমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এদিকে উত্তর আলজেরিয়া সাম্প্রতিক দিনগুলোতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে। অনেক অঞ্চলেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আলজেরিয়ার আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শেষ পর্যন্ত উত্তরাঞ্চলে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

জুলাই ২৫, ২০২৩ at ১১:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর