সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ছয়জন নিহত

ছবি- সংগৃহীত।

সিলেটে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর সন্ধ্যাগাও বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন :

> কুবিতে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
> বর্ষায় কাপড় পরিচ্ছন্ন রাখার উপায়!

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস ও ভোলাগঞ্জ থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচজন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের চালক মারা যান।

নিহতদের মধ্যে মো. কালন, আমির উদ্দিন নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ওসি কে এম নজরুল বলেন, সকাল ৯টার দিকে গোয়াইনঘাটের সিলেট-ভোলাগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ ছাড়া আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

জুলাই ১৯, ২০২৩ at ১১:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ্র/ইর